বোরন

স্কয়ার বোরন সার একটি অত্যাবশকীয় পুষ্টি উপাদান যা মাটি ও ফসলের গুনগত মান ও ফলন বৃদ্ধি করে

কেন বোরন ব্যবহার করবেন?

  • গাছের পাতা সবুজ ও সতেজ করে
  • শিকড়ের বৃদ্ধি ভালো হয়।
  • দানা জাতীয় ফসলের দানা ও বীজ পুষ্ট হয়।
  • বন্ধ্যাত্ব রোধ করে।
  • হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে।
  • নাইট্রোজেন, ফসফরাস ও ক্যালসিয়াম গ্রহনে সহায়তা করে।

বোরনের অভাব জনিত লক্ষন

  • নতুন পাতা সাদা হয়ে যায়।
  • পাতা কুঁকড়ে যায়।
  • গাছের বারন্ত অংশ মরে যায়।
  • ফল কুঁচকে যায়।